শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে প্রথম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন ও বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। র্যালিটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।##


