দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৫৩ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় নেতৃবৃন্দ এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ স্বচ্ছতা ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, প্রত্যেক কার্ডধারীকে নিজে উপস্থিত থেকে নির্ধারিত চাল গ্রহণ করতে হবে। এছাড়া চাল বিতরণ কার্যক্রমে ডিলার নারায়ণ চক্রবর্তী ও তদারকি কর্মকর্তা আল-আমিনসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
ডিলার নারায়ণ চক্রবর্তী জানান, স্বচ্ছতার সাথে চাল বিতরণ শুরু করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। যদি কোনো কার্ডধারী উপস্থিত না থাকেন, তাহলে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ ও দোয়ারাবাজার সদর ইউপি সদস্য। এছাড়া স্বেচ্ছাসেবক দলের রাসেল আহমদ, ফটিক আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


