কমলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে বিএমইটি বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জে উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো. আব্দুস সামাদের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থি ছিলেন প্র্রবাসী লেখক ও গবেষক মণিপুরি মিরর, মন্ট্রিয়ল এর ইডিটর ইন চীফ হামোম প্রমোদ, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, বিএমইটির উপদেষ্টা ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানের শুরুতে প্রত্যয় নামক স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করাহয়। বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরি মুসলিম সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক মো. খুরশেদ আলী, শাহাব উদ্দীন, সমাজসেবক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি সাহাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।