শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
Homeসংবাদজৈন্তাপুর ও লালাখাল এলাকায়...

জৈন্তাপুর ও লালাখাল এলাকায় বালু ও পাথরের অবাধ লুটপাট বন্ধে বিজিবি’র কঠোর অবস্থান

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও লালাখাল এলাকায় জাতীয় সম্পদ বালু ও পাথরের অবাধ লুটপাট বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান বজায় রেখেছে।
শনিবার (২৩ আগস্ট) লালাখাল বিওপিতে সাংবাদিকদের ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘নিয়মিত টহল ও বিশেষ অভিযানের কারণেই এ এলাকায় বর্তমানে কোনো অবৈধ বালু-পাথর উত্তোলন হচ্ছে না। বিজিবির উপস্থিতির ফলে সীমান্তঘেঁষা এসব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্পট এখনও পর্যটকদের জন্য সুরক্ষিত রয়েছে।’
তিনি জানান, ‘ভোলাগঞ্জ সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি ও জৈন্তাপুরসহ বিভিন্ন এলাকায় শূন্যরেখা থেকে আনুমানিক ৩০০ গজ পর্যন্ত এখনও বিপুল পরিমাণ পাথর অক্ষত আছে। ফলে পর্যটকরা নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন। একইভাবে লালাখাল এলাকায় বিজিবির টহল অব্যাহত থাকায় আসন্ন শীত মৌসুমেও পর্যটকরা নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করতে পারবেন।’
অধিনায়ক জানান, ‘শুধুমাত্র গত চার মাসে বিজিবি প্রায় চারশ’ থেকে ছয়শ’ অবৈধ বালু-পাথরবাহী নৌকা আটক করেছে। শুধু লালাখাল নয়, ভোলাগঞ্জ সাদাপাথর অঞ্চল থেকেও অসংখ্য নৌকা জব্দ করা হয়েছে। এসব অভিযানে গভীর রাতেও বিজিবি সদস্যরা জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছেন, যেখানে অনেকেই আহত হয়েছেন। তারপরও দায়িত্বের জায়গা থেকে তারা পিছপা হন নি।’
অবৈধ পাথর ও বালু পাচারে কারা জড়িত-এ প্রসঙ্গে তিনি জানান, ‘সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে এবং বিজিবি তাদের নিয়মিত সহযোগিতা করছে। সদর দপ্তর থেকেও তদন্ত টিম কাজ করছে। প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণ আমাদের পাশে থাকলে দেশের সম্পদ কখনও অবৈধভাবে লুটপাট হতে পারবে না। বিজিবির এ দৃঢ় অবস্থান স্থানীয় জনসাধারণ ও দেশপ্রেমিক মানুষদের আশ্বস্ত করেছে। অবৈধ লুটপাট বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার এ প্রচেষ্টা নিঃসন্দেহে জাতীয় স্বার্থ সংরক্ষণের এক অনন্য নজির। জনসাধারণের প্রত্যাশা, বিজিবির এই অটল অবস্থান ও আত্মত্যাগ দেশের সীমান্ত ও সম্পদকে আগামীতেও সুরক্ষিত রাখবে।’

spot_img

Most Popular

আরও পড়ুন

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

আধুনিক ডেস্ক ::গণঅভ্যুত্থানের পরে আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য...

শাবিতে সমাজকর্ম বিভাগের’ হাতে-কলমে অনুশীলন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)সমাজকর্ম বিভাগের উদ্যোগে' ফিল্ড...

শাবি’র স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার কমিটি গঠিত

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের...

শাবিতে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মারুফ বিল্লাহ ও...

spot_img

পড়ুন

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

আধুনিক ডেস্ক ::গণঅভ্যুত্থানের পরে আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার শেরে বাংলা নগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বিএনপির...

শাবিতে সমাজকর্ম বিভাগের’ হাতে-কলমে অনুশীলন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)সমাজকর্ম বিভাগের উদ্যোগে' ফিল্ড প্র্যাকটিক্যাম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১০টায় নতুন সামাজিক বিজ্ঞান ভবনের ৪০২ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...

শাবি’র স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার কমিটি গঠিত

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার কমিটি গঠিন করা হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) বিকেল ৩টায় রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি জানানো হয়,বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কমিটি...

শাবিতে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মারুফ বিল্লাহ ও আফফানের সার্বিক সহযোগিতায় স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিল মেশিন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১০ টায় সেন্ট্রাল লাইব্রেরিতে এসএমসি'র উদ্যোগে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাজমুস সাকিব,মারুফ বিল্লাহ, আফফান, মোস্তাকিন ইসলাম,মায়া খাতুন এবং এসএমসির প্রতিনিধি...

সিলেটে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এয়ারপোর্ট থানাধীন গোল্ডেন টাওয়ার স্কাই লিংক ট্রাভেলসের সামনে থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় র‍্যাব-৯...

গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

আধুনিক ডেস্ক :: গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশের দেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফি করেন...

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, প্রার্থী হবেন হবিগঞ্জ-১ আসনে

আধুনিক ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র ড. রেজা কিবরিয়া সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করতে পারেন। উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয়...

আরিফুল হকই সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন

আধুনিক রিপোর্ট :: অবশেষে সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) নিজেই তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে চেয়ারপারসনের নির্দেশে তিনি ওই আসনে...

কোম্পানীগঞ্জে পাখিকুরি ব্রীজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকি নিয়ে পারাপার

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেট কোম্পানীগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন জীবনপুর পাখিকুরি ব্রীজ ভেঙে যাওয়ায় ইউনিয়নের পাঁচটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, প্রায় ৪ চওড়া ৫০ ফিট দৈর্ঘ্যরে ব্রীজটি ১৯৮০দশকে তৈরি করা ব্রীজে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করা গেলেও পণ্য এবং যানবাহনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। ইউনিয়নের আমেরতল,...

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশাচালকের

আধুনিক ডেস্ক :: সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। এসময় সিএনজি অটোরিকশার ৪জন যাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহতবস্থায় স্থানয়ীরা মুন্না মিয়া (২০) নামের এক যুবককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ...

জোট নয়, সমঝোতা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

আধুনিক ডেস্ক :: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোন জোট করার কোন সিদ্ধান্ত নেইনি, জোট করবও না। আমরা নির্বাচনী সমঝোতা করবো। শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে...

শাকসু বানচালের ষড়যন্ত্র, নেপথ্যে কারা?

মাঈন উদ্দিন, শাবি: দীর্ঘ ২৭ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর উপাচার্যের উপস্থিতিতে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় বিএনপিপন্থি চারজন নির্বাচন কমিশনার...