রবিবার, জুন ১৫, ২০২৫
Google search engine
Homeসংবাদজৈন্তাপুরে অতিথি পাখি বিক্রি, যৌথ অভিযানে জরিমানা আদায়

জৈন্তাপুরে অতিথি পাখি বিক্রি, যৌথ অভিযানে জরিমানা আদায়

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুরে হরিপুর বাজারে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি ও ফ্রোজেন করে রাখার দায়ে বিভিন্ন হোটেল থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৬ই ফেব্রুয়ারি) রাত ৯টায় জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটি এলাকায় অভিযান আসে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম অভিযানে অংশ নেয়।

এসম বিভিন্ন রেষ্টুরেন্টে অতিথি পাখি রান্না ও বিক্রির প্রমান পাওয়া যায়। পরে আনন্দ রেষ্টুরেন্ট, শাহপরান রেষ্টুরেন্ট, শাহজালাল রেষ্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেষ্টুরেন্ট ও সোনার বাংলা রেষ্টুরেন্ট ৯ হাজার ৫ শত টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

এছাড়াও আরো ১০টি রেষ্টুরেন্ট হতে ১৫০টি ফ্রোজেন করে রাখা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জব্দ করা হয়। পরে জব্দকৃত পাখিগুলো দরবস্ত সেনাক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, বনবিভাগ সিলেট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের টিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী জানান, বিভিন্ন রেষ্টুরেন্টে জরিমানা আদায়ের পাশাপাশি অন্যান্য রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments