জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১টায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”। বিতর্ক প্রতিযোগিতায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জৈন্তাপুর এর মডারেটর রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার জৈন্তাপুর এর আবেদ হোসেন, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
জৈন্তাপুর উপজেলার ৩টি স্কুল নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ও আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পক্ষের দল ছিল হরিপুর স্কুল ও বিপক্ষের দল জৈন্তাপুর সরকারি স্কুল। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এ দুটি দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন হরিপুর স্কুলের শিক্ষার্থী হুমায়ারা রশিদ শাহী।
পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫টি বিদ্যালয়। হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় ও জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল। কুইজ প্রতিযোগিতায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আক্তার প্রথম, হুমায়ারা রশিদ শাহী দ্বিতীয় ও ছিদ্দিকা আক্তার তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, বিশেষ ভাবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাজির আলী সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এর শিক্ষক দেওয়ান আল কাইজার চৌধুরী, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় এর শিক্ষক সাইফুল আলম, আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুল এর শিক্ষক মাসুদ পারভেজ, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় এর শিক্ষক সাইফুল ইসলাম, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের রসায়ন প্রভাষক মো:বোরহান উদ্দিন বিশ্বাস, প্রাণিবিদ্যা প্রভাষক মো:নাজমুল ইসলাম বাপ্পি প্রমূখ।