আধুনিক রিপোর্ট ::
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে এই ঘটনা ঘটে। নিহতমো. আজাদ (২৫) সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে একদল দুর্বৃত্ত মো. আজাদকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় আজাদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক জানান, খাদিমনগর জাতীয় উদ্যান এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।


