বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Google search engine
Homeশিক্ষাশান্তিগঞ্জে বস্ত্র শিক্ষাখাতকে অস্থিতিশীল ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

শান্তিগঞ্জে বস্ত্র শিক্ষাখাতকে অস্থিতিশীল ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:

বস্ত্র অধিদপ্তরের নিয়োগবিধি ও বস্ত্র শিক্ষাখাতকে অস্থিতিশীলকারী ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, বস্ত্র অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানের জন্য বৈষম্যহীন সমন্বিত নিয়োগবিধি চাই যেখানে সম-যোগ্যতাসম্পন্ন সবাই সমান সুযোগ পাবে। বস্ত্র অধিদপ্তরাধীন সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ৫০% সিট বরাদ্দ রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা ও ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষক সংকট দূর করতে হবে। অফিস করে না, ক্লাস নেয় না, এইরকম দূর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বস্ত্র অধিদপ্তর ও বস্ত্রশিক্ষা অস্থিতিশীল করার জন্য কলেজের সকল ষড়যন্ত্রকারী দোষীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারিগরি শিক্ষার দক্ষতা যাচাই করে পিএসসি এর মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে। নন-ক্যাডার থেকে নিয়োগ মানি না। বিসিএস টেক্সটাইল ক্যাডার অনতিবিলম্বে বাস্তবায়ন চাই। আর যারা আমাদের টেক্সটাইলের শিক্ষকদের নিয়ে কটুক্তি করেছেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments