আধুনিক ডেস্ক:
হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ঐ গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সুষি আক্তার (৫) ও তার বোনের মেয়ে বর্ষা আক্তার (৪)।
স্থানীয়রা জানান, বিকালে সুষি ও বর্ষা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা পানিতে তাদের লাশ ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য অরনজিত দাস বলেন, এক সঙ্গে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।