শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বিজয় ২৪’ প্ল্যাটফর্মের উদ্যোগে দুইজন শিক্ষার্থীকে উপবৃত্তি ও তিনজনকে বই পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কনফারেন্স রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার এবং মো. মতিয়ার রহমান।
এছাড়া ‘বিজয় ২৪’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো: সোহাগ, মো. জুলফিকার রহমান, আফফান, মো. মোস্তাকিন ইসলাম, কামরুল হাসান, মকবুল হোসেন, শেফায়তুল ইসলাম এবং শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও বই পুরস্কার তুলে দেন এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক বিকাশে অবদান রাখার আহ্বান জানান।


