আমাদের শিক্ষার্থীরা আগের মত ক্লাসমুখী না। ওরা ভর্তি হয়ে সঠিক সময়ে ক্লাসে যায় না, ক্লাস করে না। তাদেরকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়। এখন আমি লক্ষ্য করি শিক্ষার্থীরা ক্লাসে আসে কম। এর জন্য দায়ী শিক্ষক-অভিভাবকরাও। আমাদের মধ্যেও কিছু গলদ আছে। এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় প্রসঙ্গে এমনটি বললেন জালালাবাদ কলেজের অধ্যক্ষ ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় ‘ইজি টকে’ তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে আমি অপবাদ দেই না। শিক্ষার্থীদের পাশাপশি আমি অভিভাবকদেরকেও দায়িী করি আমি। অভিভাবকরা খোঁজ নেন না তাদের ছেলেমেয়েরা কোথায় যায়। ক্লাসে যায় কি না।
তিনি বলেন, আমাদের অভিবাবকরা বিদেশ পাঠানোর জন্য উন্মাদ হয়ে গেছেন। বিদেশে গিয়ে সন্তান উপার্জন করবে। এইদিক থেকে আমরা দুর্বল হয়ে আছি।
ফল বিপর্যয় থেকে উত্তরণের উপায় জানতে চাইলে তিনি বলেন, আমরা সবাই শিক্ষক, ছাত্র ও অভিভাবক সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা এই বিপর্যয় থেকে উত্তরণ করতে পারব।


