আধুনিক ডেস্ক ::
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গমন করায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজিবুর রহমান নজিব। তিনি মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গিয়েছেন। সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নজিবুর রহমান নজিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।


