শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা, মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী (১৩), সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। অন্য নিহত ব্যক্তি হলেন সিএনজি চালক সজল ঘোষ (৫০), শহরের নবীনগর এলাকার বাসিন্দা। নিহত তিনজনই ইসকন প্রভুর ভক্ত।
পারিবারিক সূত্র জানায়, দুথবছর আগে মারা যান কেশবার স্বামী। এবার মা-মেয়েও প্রাণ হারালেন। এক পরিবারের সব সদস্যই চলে গেলেন মৃত্যুর কোলে। তাদের স্থায়ী বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক সিলেটমুখী সিএনজিকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই কেশবা ও সিএনজি চালক নিহত হন। গুরুতর আহত প্রথমাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক পারভেজ আহমদকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিছায় বসবাস করছিলেন।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। জয়কলস হাইওয়ে ফাঁড়ির ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল ও থানায় পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি আবদুল আহাদ বলেন, ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে


