বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Google search engine
Homeজাতীয়কৃত্রিম সংকটে প্লেনের টিকিট, এজেন্সিগুলোকে অতিরিক্ত দামে টিকেট না কেনার নির্দেশ

কৃত্রিম সংকটে প্লেনের টিকিট, এজেন্সিগুলোকে অতিরিক্ত দামে টিকেট না কেনার নির্দেশ

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে হঠাৎ প্লেনের টিকেটের দাম বেড়ে গেছে। আটাবের সদস্যদেরকে এয়ারলাইন্স বা অন্য কোনো পক্ষ থেকে অতিরিক্ত ও অস্বাভাবিক দামে প্লেনের টিকেট না কেনার নির্দেশনা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

সোমবার আটাব সদস্যদের পাঠানো চিঠিতে সংগঠনের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এ কথা জানান।

তিনি জানান, সম্প্রতি এয়ার টিকিটের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের কারণে মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আটাব কর্তৃক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থা ও পর্যবেক্ষক দপ্তরের সঙ্গে একাধিক আলোচনা সভা ও বৈঠক করেছে এবং সমস্যার সমাধনকল্পে আটাব ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চিঠিতে তিনি আরও জানান, এয়ার টিকিটের আসন সংকট ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আটাব গত ১৩ জানুয়ারি

এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করে। সেই পরিপ্রেক্ষিতে জাজিরা এয়ারলাইন্স আগামী ৫ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে অতিরিক্ত ৭টি ফ্লাইট পরিচালনা করবে মর্মে আটাবকে অবহিত করেছে।

একই সঙ্গে অতিরিক্ত মূল্যে টিকিট ক্রয় না করার জন্য অনুরোধ জানান মহাসচিব।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments