শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeশিক্ষাশাবিপ্রবির রিম মিউজিক্যাল ক্লাবের দায়িত্বে মিথুন ও হাসনাত

শাবিপ্রবির রিম মিউজিক্যাল ক্লাবের দায়িত্বে মিথুন ও হাসনাত

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন রিম মিউজিক্যাল ক্লাবের ২৪তম কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিথুন প্রসাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্ট বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নুরুল হাসনাত জিলান পরশকে মনোনীত করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রিম মিউজিক্যাল ক্লাব প্যাড প্রাঙ্গনে একটি সাধারণ সভায় ৩৬ সদস্য বিশিষ্ট ২৪ তম নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক রিয়াসাত তাসিন চৌধুরী, ব্যান্ড লিডার গাজী ফাহমিদুর রহমান, সহকারী ব্যান্ড লিডার মাহমুদুল হাসান সোহান,
সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিল্লাহ ফারুকী মুশফিক, সহ-সাংগঠনিক সম্পাদক তাহফিমুল হক, তারেকুল আলম, সাদিয়া তানজিম আলভী, অর্থ সম্পাদক এন এম রাকায়েত হাসান, সহ-অর্থ সম্পাদক মাহাদী হাসান, রাফিয়া তাসকিন নূর দোলা, সায়েদ আদন আহমেদ অতি, মিউজিক স্কুল সমন্বয়ক প্রনয় কৃষ্ণ বর্মন, সহ-মিউজিক স্কুল সমন্বয়ক অর্ক প্রভ রায় দিব্য, বৈশাখী ভ্যারোনিকা কুবি, সাইফুজ্জামান আকাশ, ব্যান্ড ম্যানেজার মহিদুল ইসলাম চৌধুরী আদিল, সহ-ব্যান্ড ম্যানেজার সৌরভ হাসান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আশিক বিল্লাহ, সাদমান হৃদয়, সুমন,নাফিজ আহমেদ, মাজহারুল ইসলাম তোহা, আকাশ সরকার,কৌশিক গোয়ালা, আদিত্য, নকিব হাসান শুভ, নুমান হাসান শুভ্র, অভিজিত কুমার চৌধুরী, সৌরভ কুমার সরকার, বর্ন, ইমন চন্দ্র দাস, শাহরিয়ার হাসান ফাহিম।

উল্লেখ্য রিম মিউজিক্যাল ক্লাব শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোকন এবং ইফেতেখার ভাইদের অকাল মৃত্যুতে তাদের স্বরণে, সংগীত চর্চার জন্য ১৯৯৭ সালে যাত্রা শুরু করে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments