রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Google search engine
Homeশীর্ষ সংবাদবিয়ানীবাজার থেকে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারীসহ গ্রেপ্তার ২

বিয়ানীবাজার থেকে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারীসহ গ্রেপ্তার ২

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজার থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক কিশোরীকে (১৭) অপহরণের প্রায় তিন সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে সিলেট নগরীর শাহপরান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মূল তাওহিদ হোসেন ইমন (১৯) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত তাওহিদ হোসেন ইমন সিলেট নগরীর এসএমপির শাহপরান থানার ধলইপাড়ার সুরমা গেইট এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত কিশোরীর বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে। গত ১০ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার থেকেই তৎপরতা চালাতে শুরু করে থানা পুলিশ। সর্বশেষ গত ৪ অক্টোবর তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করে থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নির্দেশে এসআই আব্দুর রহিম একটি টিম নিয়ে এসএমপির শাহপরান থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন এবং অভিযোগ অপহরণকারী তাওহিদ হোসেন ইমনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারের পর অপহৃতা কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত অপহরণকারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অপহৃত কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শুক্রবার (৪ অক্টোবর) বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে জামাল উদ্দিন (৪৮) নামে ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের পর তাকেও আদালতে সোপর্দ করা বিষয়টি নিশ্চিত করেছেন থানা সেকেন্ড অফিসার এসআই আসাদ উদ্দিন।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments