বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeরাজনীতিএক রাতেই বদলে গেল চিত্র, বিয়ানীবাজারজুড়ে গ্রেপ্তার আতঙ্ক

এক রাতেই বদলে গেল চিত্র, বিয়ানীবাজারজুড়ে গ্রেপ্তার আতঙ্ক

বিয়ানীবাজার প্রতিনিধি:

গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকে বিয়ানীবাজার থানায় একের পর এক মামলায় দিশেহারা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একাধিক মামলার আসামী হয়ে আত্মগোপনে রয়েছেন সংগঠনটির উপজেলা শীর্ষ সারির নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

থানা পুলিশের অভিযানে ৪ অক্টোবর রায়হান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামী উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম দুই নেতা কলিম উদ্দিন ও সাইফুল ইসলাম রোকনের গ্রেপ্তার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে।

গত ১৫ বছর কোন প্রয়োজন ছাড়া থানা সদরে আসা একদিনের জন্য বন্ধ না করা আওয়ামী লীগের শীর্ষ সারির নেতারা গত দুই মাস ধরে আত্মগোপনে রয়েছেন। শীর্ষ নেতাদের মতো আত্মগোপনে রয়েছেন পৌরসভা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঝে মধ্যে দুয়েকজনকে পৌরশহরে এক ঝলক দেখা গেলেও পর মুহূর্তে উধাও হয়ে যান।

গুরুত্বপূর্ণ কাজে শহরে আসা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বলেন, এসব রাজনৈতিক মামলা। আওয়ামী লীগের সবস্তরের নেতাকর্মীদের হয়রানি করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তবে শহরের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন যারা আত্মগোপনে ছিলেন তারা এখন প্রকাশ্যে মিছিল-মিটিং করছেন। যারা প্রকাশ্যে ছিলেন তারা এখন আত্মগোপনে। তাঁর মতে, এরকম রাজনৈতিক চর্চা যতদিন থাকবে দেশের প্রকৃত উন্নয়ন হবে না।

থানা পুলিশ জানায়, গত ৫ আগস্টে বিয়ানীবাজার থানা, উপজেলা ও পৌরশহরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ চলাকালে গুলিতে নিহত তিনজনের পরিবার থানায় পৃথকভাবে তিনটি হত্যা মামলা দায়ের করে। তাছাড়া এ দিনের ঘটনায় আহত দুবাগ ইউনিয়নের নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম বাদী হয়ে অপর মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশের তদন্ত ও অভিযানে কোন নিরীহ মানুষকে হয়রানি না করার আশ্বাস দিয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, তিন হত্যা মামলাসহ গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা চার মামলার সকল আসামীকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments