কানাইঘাট প্রতিনিধি
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের এক বিশেষ জরুরী সভা বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর) বিকেল ৩টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের সঞ্চালনায় জরুরী সভায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের কর্মরত গণমাধ্যমকর্মীরা সব-সময় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার সমস্যা-সম্ভাবনা সহ সব-ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রিন্ট-ইলেক্ট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমে সংবাদ তুলে ধরে আসছেন।
বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক গণমাধ্যমকর্মী দুর্নীতিবাজ ও অপরাধীদের হামলা-মামলার রোশানলের স্বীকার হলেও সিলেটের সাংবাদিক সমাজ, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের সব-সময় সমুচিত জবাব দিয়ে আসছেন। সংবাদ প্রকাশের জের ধরে ভবিষ্যতে কানাইঘাটের কোন গণমাধ্যমকর্মীকে অর্থ আত্মসাতকারী, দুর্নীতিবাজ বা অপরাধীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করলে স্থানীয় সাংবাদিকরা তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন বলে জরুরী সভায় ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন।
সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আসাদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ, সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার, ওহিদুল ইসলাম।