জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ জব্দ করা হয়েছে। পরিবেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় পরিচালিত এ অভিযানে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাবাজার সংলগ্ন নদীর তীর থেকে প্রায় ৩৫ ট্রাক বালু জব্দ করে কর্তৃপক্ষ। পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে এসব বালু ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।
এছাড়া অভিযানে স্থানীয় একটি ক্রাশার মেশিন থেকে প্রায় ৯ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। তদন্তে প্রমাণিত হয়েছে, এসব পাথর রাংপানি নদী থেকেই অবৈধভাবে উত্তোলন করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্রাশার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ প্রদান করেছে প্রশাসন।
অভিযানের সময় শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় অবৈধ উত্তোলন বন্ধে কঠোর নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে অনধিকার প্রবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে বিজিবিকে বাড়তি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন শুধু প্রাকৃতিক ভারসাম্য নষ্টই করে না, বরং জাতীয় সম্পদকেও হুমকির মুখে ফেলে। তারা আরও জানান, প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাও সমান জরুরী।
কর্তৃপক্ষের মতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই আইন মেনে দায়িত্বশীলভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে অবৈধ দখল, চুরি বা লুটের কারণে দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয় বরং সংরক্ষিত থেকে জাতীয় উন্নয়ন ও পরিবেশের ভারসাম্যে ইতিবাচক ভূমিকা রাখে।


