শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর তিনটি দ্বিতল বাস চালু করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির তিনটি দ্বিতল বাস চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এই বাসগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস সার্ভিস চালুর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, “নতুন বাস সার্ভিসটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এটি শিক্ষার্থীদের কল্যাণে একটি বড় অর্জন। বিশেষ করে, জুলাই বিপ্লবের এক বছর পূর্তির দিনে এই বাস চালুর ঘটনা আমাদের জন্য আরও তাৎপর্যপূর্ণ। আমরা শুরু থেকেই যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি, তার কেন্দ্রবিন্দুতে ছিল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বার্থ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় এ নতুন সংযোজন শিক্ষার্থীদের যাতায়াতে শৃঙ্খলা ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরিবহন প্রশাসক অধ্যাপক আ এফ এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী এবং কলেজ মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আ এফ এম মিফতাউল হক।
উল্লেখ্য, চালু হওয়া তিনটি দ্বিতল বাস শাবিপ্রবি ক্যাম্পাস থেকে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চলাচল করবে।


