শাবিপ্রবি প্রতিনিধি:
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ভয়েস ফর জাস্টিস।
আগামী ১ আগস্ট (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ প্রতীকী ম্যারাথনের যাত্রা শুরু হবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সোয়া ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোমিনুর রশিদ শুভ।
তিনি জানান, ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে ম্যারাথনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে। অংশগ্রহণকারীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন: ” https://www.theathletex.net/register/2/one “
এছাড়াও আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে স্থাপন করা হবে রেজিস্ট্রেশন টেন্ট, যেখানে সরাসরি নিবন্ধনও করতে পারবে ইচ্ছুক রানাররা।
এই ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মোট তিনটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হবে—২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য পৃথক রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছে আয়োজক কমিটি।
এতে ২১ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য ৭৯৯ টাকা ও সাধারণদের জন্য ৯৯৯ টাকা রেজিস্ট্রেশন ফি। অন্যদিকে ১০ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য ৬৯৯ টাকা ও সাধারণদের জন্য ৮৯৯ টাকা এবং ৫ কি.মি ম্যারাথনে শিক্ষার্থীদের জন্য ৫৯৯ টাকা ও সাধারণদের জন্য ৭৯৯ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারিত করেছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, “নতুন বাংলাদেশর গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরবে।”
আয়োজক কমিটির সদস্যরা জানান, শিক্ষার্থী থেকে শুরু করে নাগরিক সমাজের সকল স্তরের মানুষ এই আয়োজনে অংশ নিতে পারবেন। আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। আমাদের সংগঠনের পেজে ম্যারাথনের সকল আপডেট তথ্য প্রদান করা হবে।


