জৈন্তাপুর প্রতিনিধি:
আত্মত্যাগ, ভালোবাসা ও সাম্যের মহান বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন ঘটেছে পবিত্র ঈদুল আযহার। এই মহিমান্বিত দিনে দেশবাসী ও প্রবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী ও মানবিক উদ্যোক্তা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।
জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের। এই জনপদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবসেবায় তিনি দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন।
একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি, অবহেলিত ও ঝরে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে তিনি হয়ে উঠেছেন একটি আস্থার নাম, ভরসার ঠিকানা।
সুদূর প্রবাসে অবস্থান করেও তিনি কখনো ভুলে যাননি মাতৃভূমিকে। প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে শুধু অর্থনৈতিকভাবে নয়, চিন্তা ও কার্যক্রমের মাধ্যমে নিয়মিত যুক্ত থেকেছেন দেশের উন্নয়ন-চিন্তায়। তাঁর সহানুভূতির স্পর্শ ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-“ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ ও মানবিকতার। এই মহা উৎসবে দেশ-বিদেশের সকল ভাইবোনকে জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আসুন, সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এই বার্তাকে ধারণ করে একসাথে এগিয়ে যাই শান্তি ও সমৃদ্ধির পথে। ঈদ মোবারক।”
জনমানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই প্রবাসী সমাজ হিতৈষীকে এলাকার জনগণ আগামীর নেতৃত্বে দেখতে চায়। এই আশাবাদ আজ বাস্তবে রূপ নেবেই, এমনটাই প্রত্যাশা করছেন জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সচেতন নাগরিক সমাজ।