রবিবার, জুন ১৫, ২০২৫
Google search engine
Homeসংবাদকোম্পানীগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এলাকাবাসীর সভা

কোম্পানীগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এলাকাবাসীর সভা

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

পত্রিকায় “ভোলাগঞ্জের লুটে বেপরোয়া বাহার” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজ রোববার (১১মে) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার পয়েন্টে বিকেলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে জাতীয় দৈনিকে উল্লেখ করা হয়েছে- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমদ বাহার,
জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আহমদ ফরহাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রজন মিয়াসহ তাদের বিরুদ্ধে ভোলাগঞ্জজুড়ে পাথর লুটপাটের অভিযোগ আনা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। আমাদের সামাজিক ও রাজনৈতিক, হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমাদের ক্ষতি করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়।

প্রতিবাদ সভায় নিন্দা জানিয়ে বলা হয় সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে এ ধরণের সংবাদ পরিবেশন করিয়াছে। ভবিষ্যতে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সংবাদ কর্মীদের উদাত্ত আহ্বান জানিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, ইসলামপুর পুর্ব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, যুবদল নেতা ওয়াহিদ রেজা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শামসুজ্জামান, জবরুল আলম, বদরুল আলম, শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন দুলাল মিয়া, আল-আমীন প্রমুখ।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments