বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeসংবাদগার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর কার্যালয় উদ্বোধন

গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর কার্যালয় উদ্বোধন

আধুনিক কাগজ:

অটিস্টিক শিশুদের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড ( জিএএসসি) এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে দক্ষিণ সুরমার আলমপুরে প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় মঈন উদ্দিন বলেন, বিশেষ এই শিশুদের প্রতি আলাদা নজর রাখতে হয়। সমাজের মূল স্রোত থেকে এই শিশুদের কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না। শিশুদের অভিভাবকরা সীমাহীন কষ্ট করে তাদের সন্তানদের লালন পালন করেন। তাই সমাজের উচিত এইসব অভিভাকদের সহযোগিতায় এগিয়ে আসা। এক্ষেত্রে রাষ্ট্রেরও অনেক দায়িত্ব রয়েছে। রাষ্ট্র এগিয়ে আসলে বিশেষ শিশুদের অভিভাবকদের অনেক কাজ সহজ হয়ে যাবে।

জিএএসসির সভাপতি মো জমির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আবদুল আলিম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এনাম, দপ্তর সম্পাদক আবদুল মুমিন, বেলাল আহমদ, মাসুমা খানম, ফরিদা বেগম, ব্যবসায়ী নজরুল হোসেইন, গোটাটিকর পূর্ব পাড়া জামে মসজিদের মোতওয়াল্লী আক্তার হোসেন, খলিলুর রহমান, ইউসুফ আলী, শামীম আহমদ প্রমুখ । মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গোটাটিকর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম রুহুল আমীন মারজান।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments