আধুনিক রিপোর্ট:
সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম আধুনিক কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলনে, আজম খান বর্তমানে মোগলা বাজার থানায় আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধাকি মামলা রয়েছে। আগামীকাল আজম খানকে আদালতে সোপর্দ করা হবে।