মাইন উদ্দিন, শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্মার্ট রিক্রুটমেন্ট সিস্টেম সফটওয়্যারের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১ কোষাধ্যক্ষের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং সফটওয়্যার তৈরি কারী প্রতিষ্ঠান InfancyIT পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আবু শাহরিয়ার রাতুল চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের চাকুরীর আবেদনের ভোগান্তি দূর করতে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সফটওয়্যারটির বিস্তারিত তুলে ধরেন।
এ-সময় তিনি বলেন career.sust.edu ওয়েব পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত প্রোফাইলসহ জীবনবৃত্তান্ত তৈরির ব্যবস্থাসহ আবেদন সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পাদন করা যাবে।
এখন থেকে এই ওয়েব পোর্টালে বিশ্ববিদ্যালয়ের সব চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে আবেদন করা যাবে, একই সাথে ব্যাংকে যাওয়ার পরিবর্তে বিকাশ, রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। চাকরিপ্রার্থী যে পোস্টে আবেদন করেছেন সে পোস্টে যোগ্য হলে নোটিফিকেশন যাবে ইমেইল।
এছাড়া তিনি উল্লেখ করেন, বিভিন্ন পোস্টের জন্য একজন প্রার্থীকে বারবার একই ডাটা ইনপুট দিতে হবে না । প্রতিবার আবেদনের জন্য অতিরিক্ত পরিশ্রম ও সময় অপচয় রোদ হবে। নির্মিত সফটওয়্যারটি ব্যবহারের ফলে আবেদনকারীদের ভোগান্তি যেমন কমবে তেমনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মঘন্টা বেচে যাবে।
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।