আধুনিক স্পোর্টস:
মিরপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের চতুর্থ দিনে প্রোটিয়াদের ১০৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল টাইগাররা। চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই সেই লক্ষে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ২২ ওভারেই ছুঁয়ে ফেলে তারা। বেশ সহজেই তা ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
রান তাড়ায় তেমন সমস্যায় পড়তে হয়নি সফরকারীদের। উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন এইডেন মার্করাম ও টোনি ডি জোর্জি। মার্করাম ফেরেন ২০ রান করে। ছক্কা মারতে গিয়ে আউট হন ৪১ রান করা ডি জোর্জি।
পরে ডেভিড বেডিংহ্যামকেও ফেরান তাইজুল ইসলাম। রায়ান রিকেল্টনকে নিয়ে ম্যাচ শেষ করেন ৩০ রানে অপরাজিত থাকা ট্রিস্টান স্টাবস। প্রথম ইনিংসে ৫টির পর দ্বিতীয়বার ৩ উইকেট নেন তাইজুল।
এর আগে চতুর্থ দিন সকালে বাংলাদেশের ইনিংস টিকেছে মাত্র ৪ ওভার ৫ বল পর্যন্ত। ৮৫ ওভারে ৭ উইকেটে ২৮৩ রানে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ৮৯ ওভার ৫ বলে ৩০৭ রানে।
অপরাজিত ৮৭ রানে তৃতীয় দিন শেষ করা মিরাজের ব্যাটে আজ সেঞ্চুরি দেখার আশায় ছিলেন অনেকেই। ব্যক্তিগত ১৬ রানে অন্য প্রান্তে ছিলেন নাঈম হাসান। কিন্তু দিনের তৃতীয় বলেই নাঈমকে ফিরিয়ে দিয়ে অন্য কিছুর ইঙ্গিত দেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। মাঝে দুই ওভার পর উইয়ান মুল্ডার তাইজুলকে আউট করায় মিরাজের সেঞ্চুরি করা শঙ্কার মুখে পড়ে যায়। এই স্পিন অলরাউন্ডার তখন ৯৭ রানে অপরাজিত। কিন্তু পরের ওভারে মিরাজ নিজেই রাবাদাকে উইকেট দেন। তাতে ৯৭ রানে থামে তাঁর ইনিংস। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে থামে ২০৭ রানে।
রাবাদা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে মিরপুর টেস্টে মোট ৭২ রানে ৯ উইকেট নিলেন রাবাদা। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং। ক্যারিয়ারে এ নিয়ে ১৫তমবার ইনিংসে ৫ উইকেট নিলেন রাবাদা।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলীর রেকর্ড ১৩৮ রানের জুটি কিছুটা প্রতিরোধের চেষ্ঠা করলেও তা পর্যাপ্ত ছিলনা।
৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৭ রান করে আউট হন মিরাজ। জাকেরও ফিফটি করেন তার অভিষেক টেস্টে। তবে শেষ পর্যন্ত এই সংগ্রহ যথেষ্ট হয়নি। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ভয় ধরিয়ে দেন। জয়ের জন্য প্রোটিয়াদের ১০৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা তাদের লক্ষ্য পূরণে খুব একটা সমস্যায় পড়েনি। ১০৬ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করে ফেলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
আগামী মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।