শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeসংবাদসিলেট সদর উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন

সিলেট সদর উপজেলা নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন

আহমেদ সবুজ

নবগঠিত সিলেট সদর উপজেলা ছাত্রলীগের পরিচিতি ও আলোচনা সভা সম্পুর্ণ হয়েছে।

মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় লাক্কাতুরাস্থ গল্ফ ক্লাবের মিলনায়তনে নবগঠিত কমিটির রবিউল হাসান শেরওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেবের পরিচালনায় পরিচিতি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলার ৭ ইউনিয়ন থেকে ১১৯ জন কমিটিতে জায়গা করে নেওয়া ব্যক্তিরা তাদের পরিচয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখে।

সিলেট সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন ও কলেজ গুলোতে দ্রুত সময়ে ছাত্রলীগের কমিটির বিষয়টি উঠে আসে অনেকের বক্তব্যে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব তার বক্তব্যে বলেন আমরা দীর্ঘ ২৩ বছর কমিটিহীন ছিলাম।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকযে গুরুদায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেটি আমরা নিস্টার সাথে পালন করবো।

সিলেট জেলার মধ্যে সদর উপজেলা ছাত্রলীগের এই কমিটিকে একটি আদর্শ সংগঠন হিসেবেই গড়ে তুলবো।

সভায় সভাপতির বক্তব্যে রাখেন নবগঠিত কমিটির সভাপতি রবিউল হাসান শেরওয়ান।

তার বক্তব্যের শুরুতে নবগঠিত কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যদেরকে ধন্যবাদ জানান সভায় যোগদানের জন্য।

তিনি বলেন আমি এবং আমার সাধারন সম্পাদক যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই আমরা শপদ নিয়েছি সিলেট সদর উপজেলার আওতাধীন যে সকল ইউনিয়ন ও কলেজ আছে সেগুলোতে খুব দ্রুতই কমিটি গঠন করেই আমাদের দায়িত্ব শেষ করবো।

অকপটে শেরওয়ান বলেন যাদের মাধ্যমে সিলেট সদর উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments