রবিবার, জুন ১৫, ২০২৫
Google search engine
Homeখেলাআইপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছে মোস্তাফিজের চেন্নাই

আইপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছে মোস্তাফিজের চেন্নাই

স্পোর্টস ডেস্কঃ

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর। প্রথম দিনে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলাম থেকে ২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে তারা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত খেলার সূচি ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আসরের বাকি অংশের সূচি পরে দেওয়া হবে। বিশেষ করে, নির্বাচন কমিশন ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলে।

জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে পুরো আসর দক্ষিণ আফ্রিকায় এবং ২০১৪ সালে কিছু খেলা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার পুরো আসরই অনুষ্ঠিত হবে ভারতে।

১০ দলের অংশগ্রহণে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে পর্দা নামবে আইপিএলের। এর পাঁচ দিন পরই (১ জুন) যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এদিকে আসর শুরুর আগেই দুঃসংবাদ শুনেছে গতবারের রানার্সআপ গুজরাট টাইটান্স। গোড়ালির ইনজুরির কারণে দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামিকে এবার পাচ্ছে না তারা।

প্রথম ধাপের সূচিতে চারটি ম্যাচ খেলবে মোস্তাফিজের চেন্নাই। উদ্বোধনী দিনের পর ২৬ মার্চ গুজরাট, ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালস ও ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments