বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Google search engine
Homeশিক্ষাসুবিপ্রবিতে নিয়োগে অনিয়ম, ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন

সুবিপ্রবিতে নিয়োগে অনিয়ম, ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে লুকোচুরি অনিয়মের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. শেরেনূর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. রুহুল তুহিন, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, অ্যাডভোকেট. বুরহান উদ্দিন দুলন, অ্যাডভোকেট. এনাম আহমদ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে ভিসি লুকোচুরি ও অনিয়ম করছেন। নিয়োগ প্রক্রিয়া সুনামগঞ্জে না করে ঢাকা, গাজীপুরে করছেন। অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত ভিসির অপসারণের দাবি জানান তাঁরা।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments