শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
Google search engine
Homeজাতীয়২৫ মন্ত্রী, ১১ প্রতিমন্ত্রীর নিয়োগের প্রজ্ঞাপন জারি

২৫ মন্ত্রী, ১১ প্রতিমন্ত্রীর নিয়োগের প্রজ্ঞাপন জারি

আধুনিক ডেস্ক:

নতুন সরকারের মন্ত্রিসভার জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন।

মন্ত্রীদের তালিকায় আছেন- আ, ক, ম, মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আব্দুস সালাম, মো. ফরিদুল হক খান, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ন চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, মো. আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. সামন্ত লাল সেন,
মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী, জনাব মহিবুল হাসান চৌধুরী।

প্রতিমন্ত্রীদের তালিকায় আছেন- নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন (রিমি), কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী, জনাব আহসানুল ইসলাম (টিটু)।

মোট ৩৬ জনের তালিকা প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments