স্টাফ রিপোর্ট
বিএনপি কেয়ামত পর্যন্ত নির্বাচনে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী ও সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমর। শুক্রবার বিকেলে কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাহজাহান ওমর বলেন, ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেলেই বিএনপি নির্বাচনে যাবে। এই অপেক্ষায় অপেক্ষায় কত বছর গেল? এই রকম বোধ হয় কেয়ামত পর্যন্ত যেতে থাকবে।
তিনি আরও বলেন, আমি লক্ষ্য করে দেখছি, কোনো দল যদি নির্বাচনে না যায়, সেই দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। মানুষ দল করে নির্বাচন করার জন্য। সব নির্বাচনে জেতবেন এমন কোনো কথা আছে?
এছাড়া পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।