নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবিগঞ্জ আউশকান্দি রোডে, ছালামতপুর এলাকায় হাজারী কমিউনিটি সেন্টার এর সামনে থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার কর হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, অত্র এলাকার বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৫২) ও তার গাড়িচালক একই উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে জালাল মিয়া (৩২)।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। এ সময় আসামিদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফুর রহমান জানান, “আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী সাইফুল ইসলাম এর বিরুদ্বে একটি মানব পাচার মামলার ওয়ারেন্ট ছিল, আসামী জালাল মিয়ার বিরুদ্বে একাধিক মাদক মামলা রয়েছে। একই সঙ্গে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”


