রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
Homeজাতীয়বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর...

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, ঘূর্ণিঝড়ের শঙ্কা

আধুনিক ডেস্ক ::

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। রোববার সকাল ১০টার দিকে দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বন্দরগুলো থেকে কত দূরত্বে আছে, সে তথ্যও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রামর সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম। স্থানীয় ভাষায় যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এটা নিশ্চিত। তবে এর সম্ভাব্য আঘাতস্থল হতে পারে ভারতের ওডিশা বা অন্ধ্র প্রদেশের উপকূল। সোমবার (২৭ অক্টোবর) এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর পরদিন অর্থাৎ মঙ্গলবার এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এটি স্থলভাগে উঠে আসার পর দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গে হয়ে বাংলাদেশের দিকে আসতে পারে। আর এর প্রভাবে বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে।

বজলুর রশীদ জানান, দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর বিভাগ এবং দক্ষিণের খুলনা বিভাগের বিভিন্ন স্থানে এ বৃষ্টি হতে পারে চলতি মাসের শেষ দিন পর্যন্ত। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টি হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের উপকূলে মাচিলিপত্তম ও কালিঙ্গাপত্তমের মধ্যবর্তী এলাকা ও কাকিনাড়ারার আশপাশ দিয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী বেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

spot_img

Most Popular

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে ১৮’শ বোতল ভারতীয় মদ আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে নোহা গাড়ি বোঝাই ১,৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার...

শাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্ট রাইটস ফোরাম সাস্ট’র আত্মপ্রকাশ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট রাইটস ফোরাম সাস্ট’ নামে...

দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষার্থী–এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের...

ভোটের ৬ দিন আগে সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত

আধুনিক ডেস্ক :: ভোটের ৬ দিন আগে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি...

spot_img

পড়ুন

কোম্পানীগঞ্জে ১৮’শ বোতল ভারতীয় মদ আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে নোহা গাড়ি বোঝাই ১,৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার (২৬অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার টুকের বাজার সংলগ্ন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক এলাকা থেকে মদবাহী গাড়িটি আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি কালো রঙের এক্স-নোহা...

শাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্ট রাইটস ফোরাম সাস্ট’র আত্মপ্রকাশ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট রাইটস ফোরাম সাস্ট’ নামে নতুন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পরিচালক হিসেবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মারুফ বিল্লাহ ও সহ-পরিচালক হিসেবে...

দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষার্থী–এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১২টায় মান্নারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায়...

ভোটের ৬ দিন আগে সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত

আধুনিক ডেস্ক :: ভোটের ৬ দিন আগে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করলো বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। চিঠিতে সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে...

দৈনিক আধুনিক কাগজের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আধুনিক রিপোর্ট :: দৈনিক আধুনিক কাগজ–এর প্রতিনিধি সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সম্পাদক মঈন উদ্দিন ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।...

সিলেটের কিন ব্রিজের নিচে যুবক হত্যার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

আধুনিক ডেস্ক :: সিলেটের কিন ব্রিজের নিচে ছুরিকাঘাতে যুবক হত্যার অন্যতম আসামি রাজ আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ ও র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারকৃত রাজ আহমদ ওরফে আবদুল আহাদ...

সুনামগঞ্জে সভামঞ্চেই বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন এক কর্মী

সুনামগঞ্জ প্রতিনিধি :: বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী এলাকায় দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা। একপর্যায়ে কর্মীরা তাঁকে টাকার ফুল ও মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান। তখন এক কর্মী ওই নেতাকে নির্বাচনের খরচের জন্য ১০ লাখ টাকার একটি চেক তুলে...

চা বাগানগুলোতে বাড়ছে বেকারত্ব! শিক্ষিত তরুণ-তরুণীরা হন্যে হয়ে খুঁজছে চাকরি

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: দেশের চা বাগান সমুহে মারাত্মক হারে বাড়ছে বেকারত্ব। বেকারত্বের বোঝা নিয়ে চা বাগান সমুহে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। বেকারদের মধ্যে এসে যুক্ত হচ্ছে শিক্ষিত যুবক-যুবতিরা। মা-বাবার স্বপ্নকে লালন করে বিএ, অনার্স, মাস্টার্স পাস করে হন্যে হয়ে খুঁজছে চাকুরি। তবে চাকুরি না...

সিলেটে নগরে সিএনজি অটোরিকশায় তিন জনের বেশি যাত্রী পরিবহন নিষিদ্ধ, লাগাতে হবে গ্রিলও

আধুনিক রিপোর্ট :: সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সঙ্গে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা দেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ...

নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে

আধুনিক ডেস্ক ::বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০ হাজারের বেশি নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী,...

লিবিয়া থেকে দেশে ফিরলেন প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি

আধুনিক ডেস্ক :: লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে অবস্থানরত ৩০৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তারা দেশে এসে পৌঁছান। বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহম্মদ শাহেদ হোসেন...

সালমান শাহ হত্যা মামলার আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে : পুলিশ

আধুনিক ডেস্ক :: সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার ২৯ বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। রমনা থানার ওসি...