কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে নোহা গাড়ি বোঝাই ১,৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রোববার (২৬অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার টুকের বাজার সংলগ্ন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক এলাকা থেকে মদবাহী গাড়িটি আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি কালো রঙের এক্স-নোহা গাড়িতে ভারতীয় মদের চালান লোড করা হচ্ছে। খবরের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে পুলিশ ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নোহা গাড়িসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১,৮৩০ বোতল মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি রতন শেখ বলেন, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই অভিযান পরিচালনা করেছি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”
পুলিশ আরও জানায়, আটক মদ ও গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে।


