আধুনিক ডেস্ক ::
সিলেটের কিন ব্রিজের নিচে ছুরিকাঘাতে যুবক হত্যার অন্যতম আসামি রাজ আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারকৃত রাজ আহমদ ওরফে আবদুল আহাদ (২৪) সিলেটের দক্ষিণ সুরমার খানুয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। তার সিলেট মহানগরের কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানায় আরও ২টি মামলা রয়েছে।
গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিন ব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে ছুরিকাঘাতে খুন হন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে ডালিম আহমদ। পরদিন ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪-৫ জনকে। এ ঘটনায় এর আগে শেখ মনির ওরফে কালা মনির (৩০), নাঈম আহমেদ রজব (১৯) , কালা মিয়া (২৫) নামের আরো তিন জনকে গ্রেপ্তার করা হয়। শেখ মনির সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কোতওয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে রজব সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে ও কালা মিয়া মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা।


