আধুনিক ডেস্ক ::
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ সুরমা সরকারি কলেজের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান) কোর্স সমাপন উপলক্ষ্যে প্রকাশিত স্মারক অগ্রপথিক’র ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) বিকেলে কলেজের শহীদ মিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ইফতেখার আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি হোসনে আরা কামালী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) বিকাল ৪ টায় কলেজের শহীদ মিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ইফতেখার আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি হোসনে আরা কামালী। বাংলা বিভাগের নিয়মিত পাঠ সমাপনকারী শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মারক প্রকাশিত হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব পলাশ রঞ্জন দাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক জনাব খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. আতাউর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মইনুল হক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সিনিয়র শিক্ষক জনাব মো. মুহিবুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব ফাতেমা খানম,ইসলাম গঞ্জ ডিগ্রি কলেজ, সুনামগঞ্জের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক জনাব মো. জামাল হোসেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলা বিভাগের প্রভাষক জনাব শুকরিয়া জাহান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব আব্দুন নুর শামীম, বাংলা বিভাগের প্রভাষক জনাব নন্দন কর্মকার, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সুমন রায়, বাংলা বিভাগের প্রভাষক জনাব নুসরাত জাহান প্রমূখ।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলা বিভাগ থেকে ৬৪ জন শিক্ষার্থী স্নাতক ( সম্মান) কোর্স সমাপন করে।


