ফেরদৌস টৌধুরী রুহেল ::
সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল ভেন্যু করার জন্য দাবি জোরেশোরে উচ্চারিত হতে থাকে এরই প্রেক্ষিতে ২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং প্র্যাকটিসের জন্য জেলা স্টেডিয়াম পরিদর্শন করতে থাকেন, অবশ্যই এর পিছনে বড় ভূমিকা রাখেন সে সময়কার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, যেহেতু উনি একাধারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও পরিচালক ছিলেন।
২০১৩ সালের শেষের দিকে বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম সরাসরি ভোটে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচনী জটিলতার সৃষ্টি হয় এবং একটি অ্যাডহক কমিটি আসে। সেই এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে শফিউল আলম চৌধুরী নাদেল এবং কোষাধ্যক্ষ হিসেবে সাঈদ আহমদ চৌধুরী জুয়েল দায়িত্ব পালন করেন। মামলাজনিত কারণে নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি। তাই অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নাদেল চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে সিলেট থেকে নির্বাচিত হন। যেহেতু আমি জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত ছিলাম তাই বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম নিয়ে আমি খুব একটা লিখছি না। তবে অনেকে জানতে ইচ্ছে হতে পারে এই ভেবে আমি শুধু যারা দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মেয়াদে তাদের নাম ও পদবী তুলে ধরছি।
বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম সাধারণ সম্পাদক ছিলেন (অ্যাডহক কমিটি) এহিয়া রাজা চৌধুরী কোষাধ্যক্ষ ছিলেন আমিনুর রশিদ চুনু। তাদের মেয়াদ ছিল ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর থেকে ১৯৯৬ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৯৯৬ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত মাহবুব চৌধুরী সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আরিফ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের ২৫ জানুয়ারি থেকে ২০০৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত মোহাম্মদ জাহেদ সাধারণ সম্পাদক হিসেবে এবং আমিনুর রশিদ চূনু কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত. শেখ নাজমুল হক সম্পাদক এবং আব্দুল জলিল (ক্রীড়া কর্মকর্তা) কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি ২০০৮ থেকে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ইমরান চৌধুরী এবং ফয়জুল ইসলাম আরিজ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। আবার দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে শফিউল আলম চৌধুরী নাদেল সাধারণ সম্পাদক এবং সাঈদ আহমদ চৌধুরী জুয়েল ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরই মধ্যে মাঠ সম্প্রসারণ কাজ শুরু হয় এবং আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতির দ্বারপ্রান্তে চলে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কর্তৃত্ব গ্রহণ করে প্রয়োজনীয় কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি লাভ করে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। (চলবে)
ফেরদৌস চৌধুরী রুহেল, ক্রীড়া সংগঠক


