শ্রীমঙ্গল প্রতিনিধি ::
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল এক নারীর। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সাধরা রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনে হেঁটে যাওয়ার সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান তিনি। নিহত ওই নারী রোকেয়া বেগম। তিনি উপজেলার মাধবপাশা গ্রামের মো. মোস্তফার স্ত্রী।
জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রেললাইনের পাশে হাঁটছিলেন রোকেয়া বেগম। এসময় হঠাৎ সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস আসলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘নিহত নারীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


