আধুনিক ডেস্ক ::
সিলেটে ব্যাটারিচালিত রিকশা-েঅটোরিকশার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পরিবহন চালুর কথা ভাবছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (৬ অক্টোবর) নগরের একটি কনভেনশণ সেন্টারে আয়োজিত ‘এশিয়া বাণিজ্য মেলা’ নামে একটি আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটিই জানালেন এসএমপি কমিশনার কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।
এসএমপি কমিশনার বলেন, এই যে ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ অটোরিকশা-আমরা এগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, এখন মানবিক দিকটাও কিন্তু আমাদের চিন্তা করার বিষয় আছে। এদের পেছনে যে পরিবারটা আছে, এই রিকশা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে-তাদের জন্য কি আমরা কিছু করতে পেরেছি? এটা একটা মানবিক প্রশ্ন। এখন আইন প্রয়োগ করতে গেলে একটা পক্ষ কিন্তু ক্ষতির শিকার হচ্ছে। আমরা চিন্তা করছি একটা পরিবেশবান্ধব পরিবহন এখানে কীভাবে আনা যায়-যেটা দিয়ে কিছ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই নগরকে স্মার্ট ও সুন্দর করা যায়।
বাণিজ্য মেলার আয়োজক ও মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো.ইসহাক মিয়ার সভাপতিত্বে জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।


