শাবি প্রতিনিধি:
দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কিংবা নির্বাচন কমিশন গঠন না করায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ। এ নিয়ে আজ সকাল ১১টায় প্রশাসনিক ভবন ১ এর সামনে ১ ঘন্টা অবস্থান কর্মসূচির পর ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী শিগগিরই নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন।
জানা যায়, আলোচনায় শিক্ষার্থীরা আজকের মধ্যেই নির্বাচন কমিশন গঠন ও রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তবে দীর্ঘ আলোচনা শেষে তারা তিন দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে উপাচার্য কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং অতিদ্রুত নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন আয়োজনের নিশ্চয়তা দেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “আমাদের সংবিধান প্রবিধি এখনো সিন্ডিকেট অনুমোদন পায়নি। যেখানে প্রবিধি অনুমোদন হয়নি, সেখানে কাউকে নির্বাচন কমিশনার করলে কোন নীতিমালা অনুযায়ী কাজ করবে? এজন্য আজ সিন্ডিকেট বৈঠক আছে। বৈঠকে প্রবিধি অনুমোদন পেলেই অতিদ্রুত নির্বাচন কমিশন গঠন করা হবে।”
বৈঠকে উপস্থিত ও সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমরা চাই দুইদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হোক। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করতে হলে পূজার ছুটির আগে কমিশন গঠন করা প্রয়োজন, তা না হলে জাতীয় নির্বাচন চলে আসলে শাকসু নির্বাচন বিলম্বিত বা না হওয়ার সম্ভাবনা থেকে যায়।”


