আধুনিক রিপোর্ট ::
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী-বিমান বাহিনীর সদস্যরাও কাজ করবে। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার।
নির্বাচনের জন্য দেশের সার্বিক আইনশৃঙ্খলা অনুকূলে আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একেক জনের একক মত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে, এটা আমরা আশা করব। আমাদের ধৈর্য ও সহ্য একটু কমে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, একটু ধৈর্য ধরলে অনেক সমস্যারই সমাধান করতে পারব।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে, তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি—নতুন প্রায় চার হাজারের বেশি ট্রেনিং করে বের হয়ে গেছে, একটা ব্যাচ ট্রেনিং করছে এবং আরেকটা ব্যাচ বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাচ্ছে।
নির্বাচনের জন্য ‘বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে’ উল্লেখ করে তিনি বলেন, আগামী ৭ তারিখ (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে এর উদ্বোধন হবে। শুধু পুলিশ নয়, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে নির্বাচনের আগে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসারদেরও নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচনে আনসারের ভূমিকা বেশি থাকে উল্লেখ করে তিনি বলেন, প্রতি কেন্দ্রে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার থাকেন, যারা নিরস্ত্র। এর পাশাপাশি অস্ত্রসহ দুজন থাকেন। এবার প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য আরও একজন আনসার দিব। প্রতি কেন্দ্র দুই থেকে তিনজন পুলিশ থাকবে এবং সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন ও কোস্টগার্ড টহলে থাকবে বলে জানান তিনি।
থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আপনারাও আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন। এ ক্ষেত্রেও আপনারা সহযোগিতা করুন। যাদের তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার হবে তাদের তথ্য গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে।
সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে লুট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। প্রতিবেদনটি সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি তা অসত্য হয়, তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ‘দরকার পড়ে না’ বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষকরাই সেখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিটি সমাজেই কিছু মানুষ থাকেন, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে রাখেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষকতা করছেন, ভিসিরা আছেন, তারা খুবই যোগ্য। শিক্ষার্থীরাও তাদের মেনে চলে। আমার মনে হয় তারা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারছে।
এর আগে সোমবার সকালে তিনি সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তর এবং পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে দেখেন। সফর শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে তিনি সিলেট আসেন।


