ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্বামী-স্ত্রীর কলহকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৩০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী (ডালারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নভাগিকান্দি গ্রামের আব্দুল কাদিরের মেয়ে দিলারা বেগমের সঙ্গে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা কারণে তাদের মধ্যে কলহ চলছিল।
বুধবার সকালে আল আমিন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করলে বিষয়টি জানাজানি হয়। পরে বিকেলে দিলারার মা ময়মুন নেছা ও ভাই আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল আমিনের বাড়িতে এলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।
গুরুতর আহত আল আমিনকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী দিলারার পরিবারের দাবি, আল আমিন বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি।
এ ঘটনায় ছাতক থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, বোনকে নির্যাতনের ঘটনায় ভাইয়েরা ক্ষুব্ধ হয়ে তাদের দুলাভাইকে কুপিয়ে হত্যা করে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


