আধুনিক ডেস্ক ::
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস, ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রেস ঢাকায় স্থানান্তরে এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় সিলেটবাসীর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০১২ সালে সিলেটে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে এই মিনি প্রেসটি সিলেট জোনাল অফিসে স্থাপন করা হয়েছিল। স্থাপনের পর থেকেই প্রেসটি সুনামের সঙ্গে সিলেটের, ৪ জেলার ভূমি মালিকদের জন্য দ্রুত খতিয়ান ছাপার কাজ করে আসছে। এর ফলে এখানকার প্রবাসীরাও দ্রুত সেবা পাচ্ছিলেন, যা ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক ছিল। এই প্রেসের কারনেই সিলেট জরিপ কাজ দ্রুত সমাপ্তির পথে।
অভিযোগ, সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুব উর রহমান অনৈতিক সুবিধা না পেয়ে একটি লিখিত পত্রে মিথ্যা তথ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে প্রেসটি ঢাকায় স্থানান্তরের প্রস্তাব দেন।


