জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের চারিকাটা প্রগতি মিশন গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রশিদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন এবং এম সি ছাত্রদল নেতা বদরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন চেয়ারম্যান ইন্তাজ আলী, ৩ নং চারিকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দীন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন,উপজেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,সদস্য হারিছ উদ্দিন, ৩নং চারিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলজার আহমদ ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক হাজী আব্দুল করিম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা চারিকাটা প্রগতি মিশন গ্রুপের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


