কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় ৫ জনকে এক বছর ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ মে) জেলা প্রশাসক সিলেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাঙ্কার এলাকার নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারী প্রায় ৩০টি নৌকা ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়। এছাড়া একটি ইঞ্জিন চালিত নৌকাও আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, শহিদুল ইসলাম (৪২), দুলাল মিয়া (৩৭), আলী আহমেদ (৩৫), জুয়েল (৪০) এবং মনা মিয়া (২৬)। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান নিশ্চিত করে জানান, থানা-পুলিশ ও রেলওয়ে বাহিনীর সহযোগিতায় প্রশাসনের অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে।প্রত্যেককে ১ বছর ৬ মাস করে সাজা প্রদান করা হয়।