রবিবার, জুন ১৫, ২০২৫
Google search engine
Homeসংবাদআরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তনে জৈন্তাপুর উপজেলা কৃষকদলের শুভেচ্ছা

আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তনে জৈন্তাপুর উপজেলা কৃষকদলের শুভেচ্ছা

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল।

শুক্রবার (১৬ মে) রাত ৮টায় উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদ্যস সচিব আল মামুন, নিজপাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক কবির আহমদ, দরবস্ত ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া,সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ১ নং ওয়ার্ডের সভাপতি সাহাব উদ্দিন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য সংকু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা আবদুল লতিফ, বাছিত, সাইদসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ বলেন, আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন শুধু সিলেট নয়, পুরো দেশের বিএনপি পন্থী কৃষক সমাজের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির আন্দোলন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে সাবেক মেয়রের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments