বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Google search engine
Homeসংবাদলন্ডন প্রবাসী সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

লন্ডন প্রবাসী সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ


লন্ডন প্রবাসী সৈয়দ আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে বাগবাড়ি এলাকায় দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর প্রার্থী সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, রমজান মাসে রোজা রেখে অসহায় শ্রমজীবী মানুষের জন্য কাজ করা অত্যন্ত কঠিন একটি বিষয়। এই বিশেষ মাসে যখন সবাই নিজেকে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির মধ্যে নিয়ে আসে, তখন আমাদের উচিত প্রতিবেশীদের সাহায্য করা। গরীব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের পাশে দাঁড়ানো, যেহেতু তারা এই সময়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। রোজা রাখা অবস্থায় তাদের জন্য পর্যাপ্ত খাদ্য এবং জীবনযাত্রার উপকরণ জোগানো অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।

ত্রাণ সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা সৈয়দ আতাউর রহমান ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের ত্রাণ সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজান মাসে রোজা রেখে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে এই সময় এমন সহযোগিতা আমাদের অনেক বড় উপকারে আসে।

এসময় উপস্থিত ছিলেন আব্দুর রফিল ও সৈয়দ সা’দ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments