নিজস্ব প্রতিবেদক
সিলেট শহরতলীর নালিয়া এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, পুড়ে গেছে বাড়িটির বহু আসবাবপত্র। প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নালিয়া গ্রামে মৃত আব্দুর রজাক মিয়ার বাড়িতে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন প্রতিবেশীরা। সে সময় বাড়ির বাসিন্দারা অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। বাড়িটি ছিল তালাবদ্ধ। শুরুতে স্থানীয়রা নিজেরা বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও, ঘরের প্রধান ফটকে তালা দেওয়া থাকায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পরে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এরই মধ্যে ভষ্মিভূত হয়ে গেছে বাড়ির সামনের কক্ষের সকল মালামাল। এতে প্রায় ১০ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে করছেন বাড়ির বাসিন্দারা। অগ্নিকাÐের খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে মাহফুজ।
তিনি জানান, আমার পরিবারের সবাই সুনামগঞ্জে আত্মীয়ের বেড়াতে গেছেন। আমি বাড়িতে একাই ছিলাম। সন্ধ্যার পর বাড়িতে তালা লাগিয়ে ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। এর মধ্যে রাতে প্রতিবেশীরা ফোন দিয়ে জানান আমাদের বাড়িতে আগুন লেগেছে। ভাগ্য ভালো কেউ বাড়িতে ছিলাম না তাই কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমাদের বাসার মূল্যবান বহু মালামাল পুড়ে গেছে।
মাহফুজ আরো বলেন, ঠিক কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি।