শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Google search engine
Homeখেলাচায়ের দেশে চা-কন্যার বেশে জ্যোতি-গ্যাবি

চায়ের দেশে চা-কন্যার বেশে জ্যোতি-গ্যাবি

স্পোর্টস রিপোর্ট ::

চায়ের দেশ সিলেটে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বুধবার (৪ ডিসেম্বর) হলো ট্রফি উন্মোচন। ট্রফি উন্মোচন পর্ব ছিলো। একটু ব্যাতিক্রমই। চায়ের দেশে চা-কন্যার বেশে ট্রফি উন্মোচন করলেন দুই অধিনায়ক। বুধবার দুপুরে উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।

ট্রফি উন্মোচনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস সাজেন চা কন্যার বেশে। মাথায় গামছা, পিঠে ঝুড়ি এমন বেশেই অফিশিয়াল ফটোশ্যুট সেরেছেন তারা। অভিনব কায়দার এই ট্রফি উন্মোচন সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে বেশ। সিলেটে এর আগেও চা বাগানে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান হয়েছে। তবে দুদলের অধিনায়ক এমন সাজে সাজলেন এবারই প্রথম।

ঘরের মাঠে ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজ শেষে এবার এই দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে।  ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৭ ডিসেম্বর। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ আগামী ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

প্রাসঙ্গিক সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয়

Recent Comments